Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Rong Sudhu Diyei Gele Lyrics | Manna Dey Lyrics - Manna Dey and Arundhati Holme Chowdhury

Collection Manna Dey and Arundhati Holme Chowdhury

Rong Sudhu Diyei Gele Lyrics | Manna Dey Lyrics

 LyricsForest   213


Rong Sudhu Diyei Gele Lyrics | Manna Dey lyrics (Primary language)

রঙ শুধু দিয়েই গেলে (২)

আড়াল থেকে অগোচরে

দেখেও তুমি দেখলে না তো (২)

সে রঙ কখন লাগলো এসে মনে

গেলো জীবন মরণ ধন্য করে

রঙ শুধু দিয়েই গেলে (২)

 

দিওনা রঙ দিওনা রঙ

না না না এভাবে

কাছেতে এসে কাছে এসে

লাগলে চোখে দেখব যাকে 

ফেলব তাকে ভালোবেসে

বলো তোমার ও রঙ নিয়ে 

কেমনে রই ঘরে 

রঙ না হয় দিয়েই গেলে (২)

আড়াল থেকে অগোচরে

দেখেও আমি দেখবো না তো (২)

সে রঙ কখন লাগলো এসে মনে 

গেলো জীবন মরণ ধন্য করে 

রঙ না হয় দিয়েই গেলে (২)

মুছো না রঙ মুছো না রঙ

না না না লাগেই

যদি তা চোখে লাগে চোখে

নিও না কানে এমনি দিনে

মন্দ যদি বলে লোকে

এতো যে গান এতো যে সুর

রাখ প্রাণে ভরে 

তোমারি রঙ তোমায় দিলাম (২)

দিলাম তোমার অন্তরে

বুঝেও তুমি বুঝলে না তো (২)

সে রঙ কখন লাগলো এসে মনে

গেলো জীবন মরণ ধন্য করে

তোমারি রঙ তোমায় দিলাম (২)

তোমারি রঙ তোমায় দিলাম (২)

তোমারি রঙ তোমায় দিলাম (২)

তোমারি রঙ তোমায় দিলাম

Rong Sudhu Diyei Gele Lyrics | Manna Dey lyrics in English